ইচ্ছে যদি করে আবার
আসব আমি ফিরে
তোমার মায়া, স্নেহ মাখা  
সেই সে কুটিরে।


ইচ্ছে যদি করে আবার
হবো তোমার মেয়ে
বট গাছেতে দোলনা বেঁধে
দুলব গেয়ে গেয়ে।


আমার যে এক ছিল টিয়া
নাম ছিল তার বিনু
ওর গান শুনে পড়বে লুটে
পাশের হাসানাহানু।  


সারা আকাশ ছেয়ে যখন
আসবে ভাদর ধারা
কচুপাতা মাথায় নিয়ে
ঘুরব সকল পাড়া।        


ডেকে ডেকে পাবেনা আমায়
আমি যে উদাসী
মনকে আমার নাড়িয়ে যাবে
"শারদ-কালার" বাঁশি।      
  
নদীর নামটি হবে যমুনা  
তার তীরে-তে বসে
কার তরে গুনবো গো দিন
রাত্রি দিবস শেষে?