তারপর একদিন একলাই পথ চলতে লাগল অভিরূপ...
কাঁটা ভরা মরু পথ,ওয়েসিস নেই কোথাও...
ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত হয়েও পড়ে রইলনা বালুতটে;
বালুঝড় এল, বালিয়াড়ির গহ্বররা গিলে খেতে
চাইল যুবরাজ-অভিরূপকে...
কানে বাজতে থাকল মৃত মাতার বেদবাণী....  
‘’চরাতি চরত ভগঃ চরৈবেতি...’’  


হঠাৎ যেন অগ্নিময় আকাশে মেঘ গর্জে উঠল
রুক্ষ গাছে ফুল ফুটল শত শত
বালুঝঞ্ঝা মিলিয়ে স্বচ্ছ পথ দেখা গেল...
পিছনে কারা পা মিলিয়েছে একসাথে?
ওরা গাইছে, ‘’পথে এবার নামো সাথী
পথে হবে এ পথ চেনা...’