নীল আকাশের তৃষ্ণা-ক্ষুধার্ত দাঁতে ছিঁড়ে গেল বুঝি কালো মেঘের জাল
ঠিকরে পড়ল অবারিত আলোক দল
এঁকে রাখল তৃষিত কিছু মানবের কোলাহল,
জ্বলন্ত সূর্যের রশ্মি কে ঢেকে দিল মায়াবী কৃষ্ণ বর্ণ মেঘ মল্লার---
গাঢ় অন্ধকার গ্রাশ করে নিল বহু দিনের পিপাসিত শুখনো মেদিনী আর বনানী কে।


তীক্ষ্ণ আলোর ছোবল দিয়ে গেল সূর্য ঢাকা আঁধি পৃথিবীর বুকে ;
মরুতে যেন ওয়েসিস সম আশা
সরসিত হতে চলল নীরস ধরনীতল
কিছু জমা কথা হয়ে গেল পৃথিবী আর আকাশের নিগূঢ় মিলনে
অবশেষে স্বস্তি শান্তি যাপিত মনের কোণে--


(আজকের কবিতা টি প্রতিদিনের অতীব সারল্যতা কে ঢেকে একটু কটু তীক্ষ্ণ ভাষায়
উচ্চারিত হল।সারল্যতাকেই আমি ভীষণ পছন্দ করি তাই)