অধিকার কেড়ে নিতে হবে
ঘর্মাক্ত বদনে হাহুতাশ করে বসে থাকা নয়,
হাত মুঠো করে বলো, "দুনিয়ার মজদুর এক হও"
এই হুংকারে তোমাদের হাতের শিকল ছাড়া
হারাবার আর কিছু নেই----


তামাম দুনিয়ার শিশু কে সরিয়ে নিয়ে যাও
তার ফুল ফোটা শৈশবে,
কেড়ে নিতে দিও না কুসুমিত আপত্য আনন্দ কে,
ফুটতে দাও ওদের সৌরভিত লোকে---
কেড়ে নাও মুনাফা বাজের জমানো কালো টাকা।