আমার অঙ্গে অঙ্গে বাজিয়ে দিল কে
বাংলা ভাষার বাঁশি!
আনন্দে পুলকিত শিহরণে শিহরিত
হাসলাম মধু মঞ্জরিত হাসি।


বিহ্বলিত বক্ষ খানি ভরালো সরস পানি
চক্ষু মেলল সচকিতে
গাইল গান রোম শিরা দূর হল মন পীড়া
জাগরণ এলো অচম্বিতে।


অমর একুশের ভাষা বুকে দিল আশা
নিবারিত সকল বেদনা
পবনে জাগ্রত বসন্ত হাসলো হাসি অনন্ত
বাংলা ভাষা মেলে দিল ডানা।