অভ্যস্ত জীবন যাত্রাকে আজ
"বোরডম" শিরোনামে লিগাল লেটার দাও,
ইলিগ্যাল রিকোয়েস্ট কে মাথা পেতে সায় না দিলেও মুখে না বোলনা--
বৈদ্যুতিন বাতি গুলো নিভে যাক
জোছনা রা ভিড় করুক ডালিয়া চন্দ্রমল্লিকা আর গোলাপের লনটাতে,  
সাথ দিক জোনাকিরা,
রঙিন শরবতের পেয়ালা হাতে নিয়ে জমে
উঠুক আনকন্সিয়াসের উদ্দাম উইশ--
এবার গলা কিম্বা কোমড় আলিঙ্গন করে
ড্যান্স হোক দুর্বোধ্য মনের সায় নিয়ে।


হা হা হা বন্ধু তুমিও হাসছ কি আমার মতো
করে!  স্বপ্ন বুনোনটা তো রোজ চলে গভীরে,
প্রাপ্যদানি শূন্যই রয়ে গেল চিরকাল,
হেলে পড়া বুকটাকে এসো সুদৃঢ় করি--
চাঁদ টা প্রতিদিন স্বপ্নই থাকে
আজ আসুক নাহয় ফুল ফোটা লনে----