আজ যারে ভালোবাসি
সে কাল চলে যায়
লুটোপুটি খাই শুধু
স্মরণের বালুকায়।


আজ যারে নিই বুকে
কাল বুক ফাঁকা
খালি বুকে ওঠে ফুটে
স্মৃতি আঁকাবাঁকা।


জন্মিলে মৃত্যু হবে
সকলে তা জানে
মৃত্যু মানে কি গো!
জানো তার মানে?


জানি জানি খুব জানি
সে আসেনাতো ফিরে
চলে গিয়ে রয়ে যায়
স্মরণের ভিড়ে।


এমন হয় যদি "তাঁর"
খেলা ঘরের জনম
প্রেম আর মায়া দিয়ে
কেন রচিল মরণ?  


(ভাগ্নার স্মৃতির উদ্দেশ্য কাব্যটি
লিখলাম। সে মারা গেছে এক
মাস হল)