শীতের দিনে তোমাকে সূর্যের উত্তাপ
দিতে পারিনি, ছিলে ম্লান রদ্দুরে...
যদি মনে পড়ে ফিরে এসো বুকে
ভরাবো দেহের উত্তাপের সমুদ্দুরে।


একাকী জীবনে যদি আসে কখনো
এক ঘেয়েমির মাঝে একটু রোমান্স
বহু দিনের জমিয়ে রাখা ভালোবাসা
আর প্রেমের বীমা ভাঙাব এডভান্স।


ভালো থাকি অচেতনের মাঝে শূণ্য-
অনন্ত ব্রহ্মাণ্ড সীমাহীনের সীমানায়
চেতনে ফিরলেই অশ্রুত লাগে মানুষের
হাহাকার,মন ঘোরে মুক্তির ঠিকানায়।


করাল শীতের দিবসে নিশীথে তোমাকে  
খুঁজতে গিয়ে দেখেছি তাবুর তলার রাত
জীর্ণ কম্বল দুঃখীদের দুয়ো দিয়ে হাসে  
তীব্র ঠান্ডা করে অসহায়দের পদাঘাত।


অসীম শূণ্যে, চির আনন্দে,বা নিরানন্দে
হয়তো ভুবনে, যেখানেই থাকো লুকিয়ে
যদি ফিরে আসতে চাও আমার কাছে...
তবে এসো, দূহাতে সূর্যের উষ্ণতা ভরিয়ে।      
                  



(আসরের সকল কবিদের উদ্যেশে উৎস্বর্গ কোরলাম কবিতাটি)