আকাশ এখন নীল-এ নীলাম্বর
আমার চোখও নীল
প্রকৃতি উদাস, সবুজ দিঘি চুপ
আমি হাসি খিলখিল।


সবুজ খেত মাথা নেড়ে বলে,
"সমতায় থাকো
যতটা পারো সহাস্য মুখে
বেদনাকে ঢেকে রাখো"।


সাদা বলাকারা উড়ে যায় নীলে
কী অপরূপ সোভা!  
বুলবুলিরা চঞ্চু মিলিয়ে শিস দেয়
সে যে আরও মনলোভা।


নীল বলে চিরন্তন কালের কথা
যেতে হবে তাঁর দেশে
মন বলে "অশেষ"কে কি আর
পাব জীবনের শেষে?