আকাশ সেদিন ডেকেছিল
চুপ করে কিছু বলতে
হঠাৎ তাই হারিয়ে গেলাম
হাওয়ায় উড়তে উড়তে।
"জন্ম মৃত্যুর চক্রের মাঝে
আছে কিছু দেবার কাকে!
পরের কথা ভাব কোথায়  
চলার ফাঁকে ফাঁকে!  
এসছো যখন হবে যেতে
ভাব তত্ত্ব কথা গুলো!  
চিরন্তন কে ভুলে গিয়ে
মাখো ঋণের ধুলো।
তোমরা মানুষ মুর্খ বড়
শুধু স্বার্থ চিন্তা করো
সব ছেড়ে কি আমার মতো
উদার হতে পারো?  
একটি বাণী মনে গেঁথে
কাটাও মানব জনম
সব ছেড়ে চলে যেতে হবে
চিরন্তন যে মরণ"।