আঁখির সমুখে না-ই থাকলে
বক্ষ মাঝে তো নিয়েছ ঠাই
সূক্ষ্ম রূপকে বেসেছি ভালো
স্থূল দেহে নাই বা পাই।


বায়বীয় মনে তুমি আছো প্রিয়  
যেন শয়নে স্বপনে অহরাত্রি
বিরহ-তমসা কাটিয়ে আজকে
আমি মহামিলনের পথ যাত্রী।


তোমার গলার সুরলা কণ্ঠ
না-ই শুনলাম বধির কানে
সকল অঙ্গ ভরে যায় রোজ
তোমার কল্প-গানের টানে।


দেখো,বসন্ত চলে যেতে চায়
প্রকৃতি ওকে যে দিচ্ছে বিদায়
তোমার আমার অদৃশ্য মিলনে
বসন্ত যে চির অমলিন অক্ষয়।  


জানিনা কতকাল থাকব বেঁচে
হাসব কতকাল আর মধুর হাসি
যত দূরেই থাকো তুমি প্রিয়তম
কবিতায় বলি,’তোমারেই ভালবাসি’।