তুমি কি এখনও ধুলি মেখে ঘরে ফের বন্ধু?
এখনও কবাডি ক্রিকেট খেলা হয় বোসদের মাঠে?
এখনও কি গ্রীষ্মের দুপুরে বসে থাক গাছের ডালে?
‘বেলা বয়ে গেছে’বলে মা কি বকে এখনও তোমাকে?
খাঁচার ময়না কি ডেকে ওঠে ‘সুপ্রভাত’ বলে?  
বুলবুলি লেজ তুলে এখনও কি দোল খায় আতাগাছে?
ঠাম্মা ঝাঁট দেয় কি আজও মস্ত বড় উঠোনটাতে?
আম কাঁঠালের ডালে দোলনায় দোল খাও এখনও?
মনে পড়ে কি তোমার সেই ছোট্ট সাথীটিকে?    


জানতে বড় ইচ্ছে করে ফেলে আসা জন্মভূমিকে
ইচ্ছে করে, সব ফেলে ছুটে যাই তোমার কাছে…
আমি দেহে কতটা পাল্টে গেছি হয়তো কাল জানে;  
বিলিভ মি,মনটা আমার আজও এভারগ্রীন
আর হৃদয়!ময়ূরের মত পেখম তোলে রোজ
নাচতে হাসতে আর সবুজে ছুটে বেড়াবার জন্য।