আমাকে নীমিলিত পুবাকাশের আলো ভরা একটা
ভোর দিতে পারো?  যে ভোর শুধু কাকলির ডাক আর ফুলের সুগন্ধি ভরা!    


একটা সূর্য আলাদা করে দিতে পারো, যে সূর্য দীনের ঘরে হাসি ফোটাতে পারে!


আমকে একটা নদী দেখাতে পারো, যে নদী দুঃখীর
ঘর ভাঙেনা বন্যায়!  


একটা চাঁদ দিতে পারো, যে চাঁদ সবার মনে কবিতা এনে দেবে রাশি রাশি!  


সেই চাঁদনী রাত দাওনা, যে রাতে আমি তাঁর কাঁধে মাথা রেখে শুধু বাঁশি শুনব আর দুঃখের সব কথা শেয়ার করে নেব-------