"নর দিল খুধা নারী দিল সুধা
খুধায় সুধায় মিলে,জন্ম লভিছে
মহামানবের মহাশিশু তিলে তিলে---" বিদ্রোহী কবির বিখ্যাত কবিতার এই লাইন দুটি খুব মনে পড়ে-- কাম চরিতার্থ করার জন্য, নাকি মহাশিশুর জন্ম দেবার জন্য নরনারী মিলন আনন্দে উন্মুখ হয়?
জন্ম দিলে শিশু কে মানুষের মতো মানুষ করতে হয়; যেখানে অর্থের অভাব,সেটা তো ভাগ্যের খেলা--
আর যেখানে অর্থ থাকা সত্ত্বেও শিশু অমানুষ হয়ে যায়; সে দোষ কিন্তু পিতামাতারই--
ধনী বা দরিদ্র যাই হোক কপালের দোষে,মানবতা আর বিনয়তা কিন্তু পিতামাতারা শেখাতে পারেন;
অনেক অনেক দরিদ্র ঘরেও মহাজন ঋষি, নবীর জন্ম হয়েছিল,সে কথা ভুলতে পারবনা
কখনো আমরা--


আসলে, ধন সম্পদ উচ্চবিত্তবানতার আশায় চুপ করে ভাগ্যের দোহাই না দিয়ে, শিশুকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়াই পিতামাতার আসল কর্তব্য ;এটাই আমি মনে করি--


( শিশু দিবসে সকল শিশুর জীবন আলোয় আলোকিত হোক,এই প্রার্থনাই রইল)