আঁধার আমায় শেখায় রোজ
কাব্য কবিতায় থাকতে
জগতের সকল কবিদের নিয়ে
অ---নেক কবিতা লিখতে।


আঁধার আমায় কানে কানে গায়
ফেলে আসা স্মৃতির গান
সারা যামীনি গল্প করে সে
তরতাজা রাখে প্রাণ।


আঁধার আমার অশ্রু মোছায়
অনেক কাছে এসে
ভাঙা মন উচ্ছসিত করে সে
মৌন রাতের পাশে।


আঁধার আজকেই বলল ডেকে
"১৬০০ কবিতা হলো
আরও লিখে যাও প্রাণের স্পন্দনে
ব্যথা বিরহ ভোলো।"


(কবিতার আসরের সকল বন্ধুদের উদ্দেশ্যে
এই ১৬০০তম কবিতাটি নিবেদন করলাম)