আমি বৃষ্টি দিতে পারিনি বলে
তুমি ছেড়ে চলে যাবে?
আমি সৃষ্টি দিতে পারিনি বলে
তুমি ছেড়ে চলে যাবে?

অথচ প্রতি বৃষ্টি কণায় তোমার প্রেম
লেপটে আছে,
সৃষ্টি কাঁদছে তোমার কাছে আসবে বলে,
তুমি অভিমানে সৃষ্টির মুখ ঘুরিয়ে নিলে
বৃষ্টি ও আলুলায়িত হয়ে কেঁদে ওঠে।

দেখো আহুত বৃষ্টির প্রত্যেক বিন্দু তে
আমার মিলনের আকুতি,
সৃষ্টির প্রতি রন্ধ্রে আমার লোহিত কণিকা
ঘুরে ফিরে যায়,
জন্ম দিয়ে যাই যুগ যুগান্তর ধরে
সরস বীজের কণা,
অঙ্কুরিত হয় সেই বীজ; একদিন মাথা তোলে
সূর্যের ক্লোরোফিল নিতে----