যখন সবাই ঘুমিয়ে পড়ে পদ্য লিখি আমি
হালকা মনে হেলে দুলে চালাই মস্তানী।  
যখন নভে নেমে আসে আষাঢ়ের ধারা
সবাই দিব্যি সিনামা দেখে আমিই ছন্নছাড়া।
গভীর রাতে সবাই যখন সুখে দেখে স্বপ্ন
আমি একাই জেগে জেগে কাব্যে থাকি মগ্ন।
গুন গুন গান শুনতে পাই অচিন বাঁশীতে
খাতা ভরে বাঁশির সুরে ধার লাগে মসীতে।    
মেঘ তারা চাঁদ বাঁশি নিয়ে গড়ি কল্প ইমারৎ
কেউ কি জানে থমকে কোথায় আমার ভবিষ্যৎ?