এমন মধু রাত গুলোতেও তোমাকে ছেড়ে
থাকতে হবে ভাবতেই পারিনি কোনদিন...  
জীবনের সুখ তো নাগরদোলা;
ওঠায় নামায়, কাঁদায় হাসায়
খেলে লোকচক্ষুর আড়ালের খেলা...    
তুমি আমাকেই শুধু বলতে আবেগ প্রবণ;
যদি বলি, তুমি আমার চেয়েও বেশী!
জানি, জল ভরা চোখে হাসবে তুমি
ঠিক সেদিনের মতোই...


এইটুকু বিচ্ছেদকে আমরা মানিয়ে নিতে পারিনা!
অথচ, প্রতিদিন বিয়োগের ব্যথায় জগৎ মুহ্যমান;
একবার তাকাও মহাশ্মশান বা গোরস্থানের দিকে
শিশু কিশোর কে বাদ আছে সেখানে?
আমরা তবু পেরিয়ে এসেছি অনেকটা পথ;
আর কিছুটা হয়তো পেরিয়ে যেতে হবে...
শাশ্বত, অমোঘ জীবন কিন্তু কারো নয়
প্রেমও ক্ষণস্থায়ী ভঙ্গুর মহাকালের কাছে;
আসা যাওয়ার খেলাটা কেন!
সাধনায় উত্তর পেলে জানাবো তোমাকে...