সারা আকাশ কালোয় ভরা  
আলো লুকাল কই!
খাল বিল সব জলে ভরা
বুকটাও থই থই।  


আসবে "সে" যে বলেছিল
এই শ্রাবণের কালে
দিন যে গেল, রাত এল
দুঃখ ভরা ভালে।


অবসাদের দিন কেটে যায়
সিক্ত ছবি দেখে
যামিনী আর কাটেনা যে
বিরহ-অঞ্জন মেখে।  


সে তো আর বুঝলনা গো
প্রেমের মর্ম কি!
প্রদীপ উর্ধ্বে আলো দেয়
অন্ধ তলা-টি।  


ঝুপ ঝুপ ঝুপ বৃষ্টি পড়ে
মনটা এলোমেলো
তোমরা যদি তাঁকে দেখো
আমার কথা বোল।