নাদীর ধারে আমাদের বাড়ি
নেই কোথাও বাধ বা বেড়া
অনেক কিছু ‘নেই’য়ের মাঝে
বুকটা তবু ভালোবাসায় ভরা।
পাশে লোকজন কমই আছেন
যারা আছেন সবা--ই ভালো
অনেক তমসার মাঝে, হাজার-
চোখ খুশির আলোয় ঝলোমলো।
দিনআনা দিনখাওয়া লোক সব
মুখে হাসি,মনে শান্তি নিয়ে বাস
রোজ সুখী জনেরা কত কি চায়!
এই নদী-বাসীদের এতটুকুই আশ।
রোজ সকালে সূর্য ওঠে, তিমির
রাতে চন্দ্র দেখায় মিলনের আলো
নদী-আবাসে আসবে কেউ! সব মন্দ
হবে এখানে চিরকালের ভালো।