মহানন্দময় ব্রহ্ম বড়ই রসিক
মহাসৃষ্টি দেখিবারে হইলেন অধিক।


পরব্রহ্ম, পপরমাত্মা হইলেন আনন্দে উৎসুক
নিজেরেই "দুই", "বহু" করিয়া পাইলেন অতি সুখ।
যেই " দুই"বা "বহু"তে মিলন হইল, আসিল বেদনা
তবু,কবি, ঋষি,সংসারী করিল প্রেম-বাসর রচনা।


সেই প্রেম চলিল যুগ যুগান্তর ধরিয়া  
মানব প্রেম-কে রাখিল হৃদে বুকে  
হাজার কষ্ট আর যাতনা সহিয়া।  


(ব্রহ্ম বা পরমাত্মা একা ছিলেন। তিনি আনন্দ উপভোগ করতে বহু বা দুই হলেন। দুই হলেই সংঘাত। তবুও সেই সংঘাতকে উপেক্ষা করে কবি, ঋষি, সাধারণ মানুষ সংসার আর প্রেম বাসর রচে চললেন। বৃহদাণ্যক উপনিষদ পাঠ করে এটি প্রাচীন ছন্দে লিখলাম)