আত্মাকে নিয়ে রঙের তুলিতে
মনের মতো সাজাই
নানা সুরে গান গাই
আর খুশির বাদ্য বাজাই।


মনের তুলিতে মনকে নিয়ে
করে যাই নানা খেলা
খুশির শ্রাবণে আপন মনে
ভাসাই বাহারী ভেলা।


মন-মরীচিকা বেলুচিস্তানে রেখে
হৃদয়ে আনি চেরাপুঞ্জি
প্রাণ সতেজ, সমুখে খোলা
নয়তো গলি-ঘিঞ্জি।


সহস্রাধারে আত্মা বিরাজমান
ইন্দ্রিয় সাধিষ্ঠাণে
প্রেমানন্দে মগ্ন থাকি
অপেক্ষায় রত তাঁর অধিষ্ঠানে।