ভোরের আলো উপচে পড়ে
কাঁচের শার্সী দিয়ে
তুমি মেঘ মল্লার রাগটি শোনাও
স্যারেঙ্গী টি নিয়ে।


দুপুর আমার ভালোই কাটে
খুনসুটি অভিমানে
পরতে পরতে আনন্দাশ্রু
খেলে নিকোষিত প্রেমে।


যায় বেলা যায়, বিকেল আসে
মিঠেল বাতাস সাথে
তোমার আমার প্রথম মিলন
ভাসে প্রকৃতি-তে।


সন্ধ্যে বেলায় শঙ্খ প্রদীপ
ধূপ ধূনোর গন্ধে
তুমি শুধু ইশারা দাও
মাততে মহানন্দে।


জীবন যেমন দুঃখে ভরা
আনন্দও আছে
তাই হাসিটুকুই লুটে নেব
কষ্ট রা থাক পাছে।