সেদিন উত্তাল পদ্মা নদীর মাঝে একটি  
‘মধুকর’-সম নৌকায় দেখলাম তোমাকে...
পদ্মার চরে দাঁড়িয়েছিলাম আমি;
চিনলেনা, তাকালেনা একটি বারও...
হয়তো বাণিজ্যিক কারণে তুমি উদাস!
আমার শ্যেন দৃষ্টি একটুও ভুল করেনি
তোমার উদাস মনকে সঠিক চিনে নিতে;
বসন্ত প্রকৃতিতে অবর্তমান হলেও আমাদের
মন-উৎফুল্লতায় সে চির বিরাজমান......
বাহ্যিক দৃষ্টিতে না দেখলেও জানি, অন্তর-দৃষ্টিতে
আমি সদা দণ্ডায়মান তোমার সমুখে,
পদ্মার উতলা হাওয়া নাড়িয়ে দিয়ে যাচ্ছিল
আমার গোপন সত্ত্বাকে,চিরায়ত ব্যাকুল চিত্তকে
সেদিন অনেক ডিঙির মাঝে বৃহৎ নৌকায়
তুমি ছিলে ঠিক মনসামঙ্গলের চন্দ্রধর...
তাই, একটা কবিতা লিখলাম অনেকদিন
পর আজকেই; অপেক্ষায় রইলাম
তোমার কাব্যিক-প্রত্যুত্তরের আশায়...