হাঁটতে হাঁটতে অনেক পথ এগিয়ে এসেছি,
জানিনা এ পথও আলোর পথ কি না!
পেরিয়ে এসেছি যে পথ, তা ছিল অতি বন্ধুর, কাঁটা আর পাথরে ভরা--
তমসায় হাত বাড়িয়েছিলাম, সহায়ের হাত বাড়িয়ে দেয়নি কেউ;
"মানুষ মানুষের জন্য--" গান শুনেছিলাম,
বাস্তবে মনেহয় মানুষ একবার স্বচ্ছ আলো পেলে, তমস যাত্রীর হাত ধরে না,
আচ্ছা, শেষ পরিণতি কি হয়ে থাকে অঅহংকারীর----?


বেশ, তারা ভালো থাকুক, কোন ঈর্ষা নেই,
তারা আনন্দে থাকুক যোগ দিতেও চাইনা,
শুধু দুঃখ রয়ে গেল, ওরা তো মানবিক কর্ম টা করতে পারল না,
শেষ বিচার ঠিক আছেই---
তাই ওদের জন্য দুফোঁটা চোখের জল রেখে দিলাম অতি যত্নে--