এখন বৃষ্টি থেমে গেছে,আকাশ শান্ত  
আম গাছে বসা চড়াই দুটো পালক
ঝারা দিয়ে গা ফুলিয়ে একমনে বসে
কি ভাবছে যেন!
আমি যেমন ভাবছি অনেক স্মৃতির মাঝে
দুএকটা স্মৃতিকে; ছোটবেলার বৃষ্টি মুখর
চিন্তাহীন সুখের দিন গুলির কথা......
সেখানে মাবাবা,ভাইবোন,বন্ধু,আত্মীয় সবাই
উঁকি দিয়ে যাচ্ছে বার বার...    
স্মৃতি সত্যিই বড় বেদনাময়... যতই ভাবি
আর ভাববনা,ততই বাড়ে স্মৃতির উদ্বেগ;
প্রাণায়াম করি ঠিক, তবে ফলটা কিহয় জানিনা  
স্পিরিচুয়াল-মেডিটেশানে তেমন সাড়া পাইনি
তবু বিশ্বাস করি অদেখা মহাজাগতিক শক্তিকে...


বৃষ্টি থামলে মনে পড়ে সেই সুঠাম কৃষ্ণবর্ণ
দুষ্টু মিষ্টি ইয়ারবাজ মানুষটির কথা  
যে বোস-পোলের ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে
থাকত একটি মেয়ের প্রতীক্ষায়......