তুই কে রে আমার আপন!  
কবে ছিলি আমার সাথে?  
আমি তো একা বেশ ছিলাম
ফাগুন ঝরা দিনে রাতে।


আমায় কেন জড়াস তুই
আপন আপন বলে?  
আমি তোর রব কি আর!
ডাক এলে যে যাব চলে।


আজ যাকে আপন ভাবিস
কাল সে হবে পর
আদর করে ফাঁকি দিয়ে
ফিরবে সে নিজের ঘর।


ক্ষণিক মায়ায় বদ্ধ হয়ে
ভাবলি যাকে আপন
অন্ত-চক্ষু মেলে দ্যাখ
নীলাকাশে হাসে স্বজন।