কোথায় বাসা বাঁধব আমি!
কোথায় পাব ঘর!
খুঁজে খুঁজে পেলাম শেষে
মজা নদীর চর।


বুকটা কোথায় খুলব আমি!  
কে দেবে সেই প্রেম?  
অঙ্গারই তো বুকে ভরা
পাব কোথায় হেম?


খোলা আকাশ পাব কোথায়?  
যেদিক তাকাই অট্টালিকা
সরস মন নেই কোথাও
হৃদয় সবার মরিচীকা।


ত্যাগ আর বোঝাই কাকে!
সবাই ধন রসে মত্ত
মিথ্যে আর চতুর খেলা
হারিয়ে গেছে সত্য।


অপরাহ্নের প্রেম আমার
প্রভাত গেছে কবে
তবু বকুল মালা আজও গাঁথি
তাঁর কাছে জয় হবেই হবে।