বর্ষা গেল শরত এল
তুমি এলে কই!  
মন সাগর উতাল হল
বুক হল থই থই।


আসছে আবার হেমন্তকাল
মিঠেল হিমের রেশ
খাঁচার তোতা বিরহ গেয়ে
সুরটি তোলে বেশ।


সোনালী ধান মাথা নেড়ে
শোনায় কত গান
একতারাতে আজান বাউল
তোলে মিলন তান।


শীতকালেতে এসো ফিরে
রাখলাম আবদার
পীরিতি যে ভীষণ জ্বালা
অর্থ জানো তার?