সন্ধ্যা তারা চেয়ে আছে
তুমি নেই আর কাছে
জীবন অনাদরে বাঁচে
তোমাকে ভেবে বুক নাচে।


কবে ব্যথা দিয়ে হৃদে
বুক-কাননের ফুলেল ছাদে
ঝ৷রল বকুল ব্যকুল বিষাদে
আজকে যে প্রাণ গুমরি কাঁদে।


মনে পড়ে যদি কোনদিন
শোধ কোর জন্মান্তরের ঋণ
ভুলনা আশাবরী সুরের বীণ  
ছিলাম প্রিয়া তোমার একদিন।