সেই বড় চাঁদ টা আজও আকাশে হাসে,
সেই রঙ নিয়ে ছুটোছুটি, কার গায়ে ঢালব
সে বাসনা মরে গেছে ভাঙা ভঙ্গুর মনে,
হ্যাঁ, অনেক বসন্ত পেরিয়ে গেছে,
সজীব আত্মা টা কিন্তু মরে যায়নি--
মনে  মনে কত রঙ ঢালি নিজের গায়ে আর আশেপাশে বসা তাদের গায়ে---
চাঁদ কে তেমন ভাবে হাসতে দেখিনা--
কেন যেন মনে হয়, ও ব্যথাতুর অভিমানী,
সত্যি কি তাই? না, নিজের মতো করে ওকে সাজাতে গিয়ে আজ একটু বেমানান;


প্রত্যুষ থেকে সান্ধ্য কাল বা গোধুলি বেলা ধরে চলে আয়োজন, পূজা আর প্রার্থনার;
আয়োজনের ঘনঘটা মুক্তির জন্য
নতুন কে বরণ করে নেবার জন্য।
হ্যাঁ গো, চাঁদ উঠেছে সেই কুল গাছ, আতা গাছ, আর নারকেল গাছ কে ছাপিয়ে ;


তবে আর দেখবনা,
আর ফিরে আসা নয় জগৎ মাঝে
এবার চির মুক্তির স্বাদ নেবার আয়োজন করে চলেছি---