"বলি বাঘ, তুমি খাও হে ঘাস___"
হ্যাঁ বিদ্রোহী কবির কবিতার এই লাইন টি হাস্যকর এবং তথাকথিত সমাজের ব্যঙ্গাত্মক কাব্য কথা।
বাস্তবে কেউ দেখেছ শাকাহারী বাঘ কে?
আমি দেখলাম, তৈরি করা ভিডিও নয়;
স্বয়ং চোখে প্রমাণ স্বরূপ---
পোষ্য রয়েল বেঙ্গল টাইগার, নাম রাজ।
সে সবজি ভাত খেলো,
শেষে দুধ ভাত খেলো,
লেজ নাড়িয়ে নাড়িয়ে তরমুজ, শশা, টমেটো খেলো--
মালিক বললেন, "আর কি খাবি?
সে থাবা দিয়ে কলা দেখালো,
সাংবাদিক অতিথি কে নতজানু হয়ে প্রণাম করল।
আর কি চাই?


যদি সবাই চেষ্টা করি, তাহলে নিরীহ পশুরা কখনোই বাঘ সিংহদের আহার হবে না,
যদি মানসিকতা বদলাই, জঙ্গলে কোন হিংস্র প্রাণী আর থাকবে না,
হ্যাঁ, অনেক বিবর্তনের এবং শক্ত কঠিন ব্যায় বহুল
কর্ম এটা;
তারচেয়ে কঠিন, ননভেজ "মান-হুঁশ দের" ভেজিটেরিয়ান হওয়া---
মানুষ কি পারে না?  
যখন হিংস্র প্রাণী কে ভেজিটেরিয়ান তৈরি করে!!


(প্রাণী হত্যা সব ধর্মেই নিশিদ্ধ, যতটুকু
আমি জানি)