আমি বকুল বনে বসে আছি
একটা মালা গাঁথব বলে
এমন কালে এক দিব্য জ্যোতি
মিলল যেন বকুল তলে।


আকার চিহ্ন আবছা তাঁর
তবু কিছু দেখি
হাসির সুবাস জুড়িয়ে দিল  
ব্যথা ভরা আঁখি।


অস্ফুটে কিছু বলতে চাই
বাক্য আসে কই?
অনাহূত প্রেমের বানে
ভাসলাম থই থই।


একটি বার বলে ফেলি
আহা কেগো তুমি ?
"যাকে ডাকো হৃদি মাঝে
সেই জনই তো আমি "।