আসবে বলে এলেনা তো
বন্দীদশার জীবনে
তাহলে তুমি আসবে সেদিন
ডাকবে যখন মরণে--!


কালের চেয়েও ছুটছি জোরে
তুমিই পথ করেছ ভুল
আজও প্রতি নিঃশ্বাসে হই
তোমার সুঘ্রাণে আকুল---


শয্যা সাজাই মরমী ফুলে
উতল থাকে প্রাণ মন
ভালোবাসা নয় কি তবে
চির অক্ষয় ধন!


সাত সুরে রঙ ধরে মনে
ফোঁকর দিয়ে চাঁদ দেখি
বিরহিত গানটি শোনায়
তোমার পোষা তোতাপাখি।  


দিন রজনী ঘরের মাঝে
কানে বাজে মোহনবাঁশি
প্রেমের আলোয় আমায় নিয়ে
বলোনা ভালোবাসি---!!!