তোমার ডাগর নীল চোখ দুটো আমাকে আর খোঁজেনা
সুঠাম দুটো বাহু আমাকে আর ডাকেনা...
বসন্ত দিন তো কবে শেষ হয়ে গেছে; স্বপ্নের পরিরা
পাখনা মেলে হয়তো নীলে মিলেছে অন্তহীনের সাথে!
‘বউকথাকও’ পাখী গুলো আজও একই সুরে কাঁদে
কিন্তু, ওদের কান্নার ভাষা আমি আজও বুঝিনি।


ওদিকে বৈশাখী বেলা ক্রমশ বড় হতে হতে এখন বিশাল...
অলসতায় কাটছে অতি অমানবিক গ্রীষ্মের দিন;
জানলাটা খুলে রাখি রোজ, এক নিসর্গ প্রেমাতুর চাহিদায়,
তুমি কিন্তু বলেছিলে, চিরদিন আমার পাশেই থাকবে;
জানি, ‘কথা না রখা’ মানুষের সংখ্যাই জগতে বেশি
তোমার যেটা ভালোলাগা,সেটাই আমার ঐকান্তিক কাম্য;
নিগুঢ় কাকতালীয় মানসিকতায় আমার কাছে এসোনা
এই অনুরোধ রেখেই বৈশাখী মলয়ময় রাতে ছোট্ট চিঠিটা
শেষ করতে যাচ্ছি... তুমি ভালো থেকো; আমাকে কখনই
দয়া বা মানবতা দেখিয়ে প্রেমের রঙ মাখিওনা...