জুতো লাথি যা-ই খাও
একা ভালো বেসে যাও
গোমড়া যে থাকে থাক
তুমি হেসে কুটিকুটি হও।


অন্যায় অত্যাচারে
প্রতিবাদ কোরো না
ছুরির আঘাত পেলেও
আহা উঁহু বোলো না।


শান্তি ভালোবাসা প্রেম
একবার ও চাইবে না
নিত্য ফালতু ঝামেলায়
আফসোস করবে না।


প্রয়োজনে মাথা তে
পরবে কাঁটার মুকুট
সত্য সাচ্চা বলবে না
মুখে রাখো ঝরঝরে ঝুট।


শাস্তি আনন্দ যদি চাও
তবে ক্রুশবিদ্ধ হও
কৃষ্ণ যীশু কে ডেকে
উপরে হাত বাড়াও-----