এখন কৃষ্ণচূড়ার পাপাড়ি গুলো
মাটিতে মুক্তি চাইছে
আমার উন্মুক্ত মন-আকাশ
তোমাকে শুধু ডাকছে।
তুমি কি কোরছ!একা একা বসে
বুঝি বিরহী দিন কাটাচ্ছ!  
না কি শিমুল পলাশের বনে
দখিনা হাওয়া খাচ্ছ!  
ভাবলাম, ফোন আর নয়
একটা চিঠি লিখি
ডাকচিঠি তো বন্ধ হয়েই গেছে  
তবু "ওকে" একটু মনে রাখি।
তুমি আসছ তো ২৮শে ফাল্গুন-    
প্রথম দেখার রেশটি ধরে!  
আমি বসন্তকে সাজিয়ে নিচ্ছি  
ভালোবাসায় ভরে ভরে।