বসন্ত এসে বলে হেসে হেসে
কবি, মুখ কেন ভার?
নব রূপে এসে প্রেমের আবেসে
খুলে দিয়েছি যে দ্বার।


বসন্ত এসে পাশ টি ঘেঁষে
বলল, 'হাসো তো দেখি!'
কবি তারে কহে, জানো রাজা কি হে
অর্থহীনের সব কিছু মেকি।


বসন্ত এসে দোরে বসে বসে
গেয়ে গেল কত গান
কবি আনমনা গলা তার ভাঙা
কন্ঠাগত যেন প্রাণ।


বসন্ত এসে ছড়াল এক নিমেষে
ভুলে যাওয়া ফুলের ঘ্রাণ
কবি হাসতে ভুলেছে সুর হারিয়েছে
বসন্ত করল সুর দান---