যার বিবেক বেশি
সে-ই বেশি বিপদে গলে


সাদা মন যার বেশি
সেই পড়ে ছলের কেবলে।


যার হৃদয় অনেক বড়
সেই বেশি ধোকা খায়


যার প্রেম বেশি বেশি
সেই পদাঘাত পায়।


যে নিজেকে নিঃস্ব করে
অপরেরে দেয় বেশি


একদিন সে সর্বহারা হলে
অকৃতজ্ঞ হাসে চটুল হাসি।


অন্যের দুখে যে বেশি কাঁদে
বিপদের বোঝা নেয় কাঁধে


তার দুখে কাঁদেনা দুষ্টরা  
প্রতিদানে জাল ফাঁদে----


(তাতে কোন দুঃখ নেই। ওটা
দুষ্টদের স্বভাব)