চাঁদ উঠেছে ফুল ফুটেছে
আমার কি-রে তাতে!
একটু শুধু লঙ্কা চিবোই
বাসী পান্তা ভাতে... ।


হাতি নাচছে ঘোড়া নাচছে
নাচছে আমলা চোরের দল
দুপুর-রেতে বেরিয়ানি খায়
রাতে জোটেনা আমার জল।


খোকা বলে,গড়গড়ার মা-লো
তোর সাধের গড়গড়াটা কই?
ভুখা ছেলে বলে,ভাত-রুটি লো
হ-তো আমার সই......!


আতা গাছে তোতা পাখি-  
দ্যাখে রোজ ধনীদের বউ...
ভুখাশিশু কাঁদে সারমেয়র সাথে  
ভ্যা— নয়, ভৌ ভৌ...... ।  


‘ওরা’ জোছনায় কোবতা লেখে
রাগে চাঁদ মটকে আমার ঘেঁটি
চ্যাঁচাই আমি ছাড়ো ছাড়ো......
হও দেখি ভাই গরম রুটি......।