আবার শোনাও মৃত্যুর কথা আমি ভয় পাইনা,
বলো কবরের উপর লতিয়ে চলা ঘাস-ফুলের কথা
আমি কল্পনায় দেখে আনন্দ পাবো।
বলো চুল্লিতে কিভাবে দহন হয় পূর্ণাঙ্গ
এক মানব দেহ; আমি আগ্রহে শুনতে চাই...
আর কদিন পরে তো আমিও যাবো;
‘মৃত্যু ভাবনা মানুষকে উর্ধমুখী করে তোলে!’  


আরে বন্ধু ‘বালাই’ বলছ কেন?
যেভাবে জীবনের রেলগাড়ি গড়াচ্ছে, তাতে
মনে হয় মৃত্যুই শ্রেয়; আমি একা নই...
ডিজিটাল-ইয়ং আর পৌঢ় বৃদ্ধ সবার চলমান
জীবনটা এখন ফুলফিল বোর, শুধু মাত্র লড়াইয়ে;  
ভুল বলিনি বন্ধু, কিছু লোকের কাছে সত্য
বড়ই মুখরা আর অসংযত..................