নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলে আত্মা নাকি
বিচারের অপেক্ষায় দিন গোনে---
আবার বিচারের শেষে জগতে ফিরে আসে!
এখনো বেঁচে আছি, তাই রহস্য কিছুই জানিনা,
আর যিনি জানেন, সবই ধারণা বা কল্পনা।
আমি তত্ত্বদর্শী নই, পন্ডিতও নই, জ্ঞান অতি সামান্য
তবু আপনার চেয়ে আপন জন চলে গেলে বুক ভেঙে চুরমার হয়ে যায়
এইটুকু জানি,আসলে যেতে হবে একদিন,
তার কিছু নিয়ম বিধি আছে!----  


গত ছমাস ধরে অনেক আপন জন চলে গেছে কালের নিয়ম না মেনে অকালেই ;
বুক বিদীর্ণ হয়ে গেছে, বলার ভাষাও হারিয়ে গেছে, বন্ধু, তুমি ভালো থেকো, আনন্দে থেকো, এই আমার চির প্রার্থনা, চির কামনা----



( গত ছ'মাস ধরে অনেক প্রিয় পোষ্য প্রাণী এবং আপজন মারা গেছে। আমি মনে প্রাণে বড় বিদ্ধস্থ। কারো পাতায় যেতে পারছি না। মার্জনা করবেন সবাই)