তারপর একদিন চলে গেল মনের মানুষটি  
এই চাঁদের কিরণের মাঝেই...
না, আমি তাকে বাধা দিতে যাইনি একবারও
একবারও দাড়াইনি পথ আগলে;
‘সে’ তার মত ভালো থাকুক এই অভিপ্রায়ে
চোখের জল ফেলিনি একটুও...
যে বাঁধন আগলে রাখার নয়, তাতে
বাঁধ দিলেও একদিন ভেঙে পড়ে  
তাকে বুকে চেপে ধরলেও,ক্ষণস্থায়ীত্বের
জয়ই প্রবল হয়......


আজ এই মুহূর্তের ঘটনায় বড় ব্যথিত মনটা;
‘সে’ বিদায় জানিয়েছে রসামৃত জগৎ-কে...
হায় জীবন! হায় প্রেম! হায় শত স্বপ্ন!
মেকি ভঙ্গুর দুনিয়ায় কে রয় বেঁচে কার জন্য?
প্রশ্ন অতি সহজ হলেও উত্তর বড় কঠিন...
চাঁদ ওঠে আকাশে, আসে সব ঋতুতেই সেই
সব ক্ষন তিথি, থাকেনা শুধু মনের মানুষ...



(শীতল নামের মেয়েটি কাজ করত আমার বাড়ি।
ওর মুখের শুনেছিলাম বিগত প্রেমের কাহিনী)