বৈশাখী আকাশেতে
ঘনো কালো মেঘ
ভরা উষ্ণতার মাঝে
জাগলো আবেগ।
দেখা হয়েছিল এক
কিশোরের সাথে
দুপুর প্রভাত নয়
কালবৈশাখী রাতে।
তার সাথে কথা হতে
পড়েছিল বাজ
ভীত সন্ত্রস্তর কথা
মনে পড়ে আজ।
দুষ্ট মিষ্টি হাসি
চিত্ত আকর্ষিত রূপ
দুটি কথা বলে সে
হয়ে গেল চুপ।
"মধু ভরা মুখখানি
বশ করা হাসি
একবার বলো না গো
শুধু ভালোবাসি--"