"বলে গেল তারা ক্ষমা কর সবে
বলে গেল ভালোবাস
অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো----"
আমরা কি মানতে পেরেছি তাঁদের কথা!
আমরা কি সবাই কে ক্ষমা করতে পেরেছি?
আমরা কি ভাই বলে সকল কে বুকে টেনে নিতে পেরেছি?
অন্তর থেকে বিদ্বেষ বিষ নাশ করতে পেরেছি কি?
বিষয় সম্পত্তি কে বিষ ভেবে ত্যাগ করতে পেরেছি?


আমরা কোনটাই পারিনি
আমরা মুর্খ,জগতের ধন বাড়িয়ে চলেছি
অট্টালিকা তৈরি করে নিচুতলার মানুষদের পোকার মতো দেখে চলেছি---
ক্ষমার আগে প্রতিশোধের দামামা নাচিয়ে দিয়ে যাচ্ছে ধমনীর রক্তকে---
আমরা শিক্ষা নিতে পারিনি, তবু শিক্ষা দিতে গেছি কতবার---
ক্রুশ নাহোক, সাজা আমাদেরও পাওনা রয়েছে কিন্তু!
একদিন সেই ক্ষণ আসবেই,আজ থেকে শুধু প্রহর গোনা----