নাট্যশালায় বসে আছি
নাটক করি রোজ
যেতে হবে পরপারে
রাখি কি তার খোঁজ?  


আমার আমার সারাটা দিন
পরের ভাবি কই?
নিজের ভেবে জীবনটা যে
অকুলে থই থই।


হায়রে জীবন খেলা!  
একবারও ভাবি কি গো
ভুলতে হবে মিলন মেলা!  
সারতে হবে মিছে খেলা।


সেই যে দয়াল শূন্যে বসে
হিসাব রাখেন খাতায়
তাঁর হিসাব মিলবে নাগো
ভবের মিথ্যে পাতায়।


আসলে ভবে, যেতেই হবে
তাঁর যে নিঠুর নিয়ম
একবার তাঁর কথা ভেবে
বল না রে মন " হরিওম"।