বসে আছি তোমার কবরের পাশে
তুমি কি শুনতে পাও আমার ব্যথা ভরা পদধ্বনি!
নিত্য বসে থাকি তৃষিত চাতকের মতো, যদি একবার অনুভবে পাই তোমার এক বিন্দু নিশ্বাস ;  
আমি পুনর্জীবন পাব, তোমাকে নিয়ে গোড়ব নব বিচিত্র এক পারিজাত ফোটা স্বর্গ---


দেখ, এক গোছা রজনীগন্ধা এনেছি হাতে;
যে রজনীগন্ধার সুবাসে আকুল হয়ে আলিঙ্গনে বাঁধতে আমাকে;
ভুলিনি প্রিয়তমা,তোমার শুচিস্মিতাময় হাসি
ভুলিনি নিজেকে বিলিয়ে দেবার আকুতি
ভুলিনি, আমাকে কাছে না পেয়ে অতি বিরহে কি কাব্য লিখে গেছিলে তুমি--  
জানি, যে চলে যায়,সে আর ফেরেনা মানুষের কলোকোলাহল ভরা জলসাতে।
তুমি চিরকাল সুখে থাকো কফিনের মাঝে,
পুনর্জন্মে ফিরে এসো আবার আমার শুষ্ক বুকে---
এ আমার হৃদয় নিংড়ান চির যাচিত প্রার্থনা---