সবাই ছেড়ে গেছে!
তাতে  কি এসে গেছে?
বয়েই গেছে--
অনেকে মুখ বাঁকায়
আমিও মুখ বাঁকাই
ঘোরে আমার পিছে।    


ত্যাগী আমিষ ঝোলে,
গ্যাস হয় অম্বলে
তবু আমি খাই--
পর চর্চায় বাদ  
হৃদয়ে নেই খাদ  
রাগটা ভুলে যাই।  


ওদের ভেতরে সব ভুয়া
ঝগড়ায় হুক্কাহুয়া
ভাবে খুব মহান--
ঝুট বলাতে রাজা
জ্ঞানের কথায় গাঁজা
তবু রাত্তি বেলায় গান।


খুঁজে বেড়াই মানুষ
নেই জানি কারো হুঁশ
তবু মনটা চায়---
বন্ধু বলে বোকা
মাথায় নাকি পোকা!  
নই তো অসহায়।