হীরের দ্যুতি দিচ্ছে বৃষ্টির দানাগুলো
বস্ত্র মেলা তারের উপর...  
সূর্যকে ‘ভয় দেখানর খেলা’ দেখাচ্ছে
সাহসী নির্লজ্জ কিছু মেঘের দল।
সূর্যকে মেঘেরা ঢেকেছে ঠিক, তবে তাঁর
হিরণ্ময় আধো কিরণ এক মায়াময় আলোক-বৃত্ত
তৈরি করেছে ভুলোককে নিয়ে...


বসন্ত চুপচাপ নবাগত বলে...
সবুজ পাতারা যেন বনভোজনে ব্যস্ত;
কাকলী কোকিলের দল কিংকর্তব্যবিমুঢ় হয়ে
সিক্ত হচ্ছে নিজেদের বাসায় বা গাছের ডালে...
কৃষ্ণচূড়া, রাধাচূড়া-রা নিরপেক্ষতা বজায় রাখতে
চাইছে প্রকৃতি দেবীর কাছে...
তবু দিবাকর উঁকি দিতে চাইছে জঙ্গি মেঘদের সাথে
ক্রমাগত খন্ড যুদ্ধ চালিয়ে...
এত কিছুর মাঝে কবির কানে বেজে চলেছে
ফাগুনের নৃত্য ধ্বনি আর বাহার রাগের খেয়াল...