প্রত্যাশার চিরাগ যদি নিভু নিভু হয়
দু'হাতে চেপে ওকে জ্বলতে দাও,


প্রিয়জন ভুল বোঝে তো বুঝুক
তুমি বুঝিয়ে বুকে তুলে নাও।


পিয়াসায় যদি বুক ফাটে ফাটুক
নোনাপানি তে তৃষ্ণা মিটিওনা,


পিক পাখির কলতানে জুড়াও কান
অকথা কূকথায় মাথা গলিও না।


প্রিয় হয়ে আছো, প্রিয়ই থাকো
অশ্রুত বাক রাখো দূরে দূরে


প্রিয়তমা কে ভুল বুঝনা কখনও
বুক ভরো মেঘমল্লারের সুরে সুরে।